জুন ২৯, ২০২৪

এবারের বাজেটে প্রণোদনা পেল না দেশের শেয়ারবাজার। তবে উল্টো মূলধনি মুনাফা বা ক্যাপিটাল গেইনের ওপর আগামী ২০২৪-২৫ অর্থবছরের ঘোষিত বাজেটে নতুন কর আরোপের প্রস্তাব করা হয়েছে। ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফা তথা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা থেকে অর্জিত মুনাফায় কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

প্রস্তাব অনুসারে, মূলধনী মুনাফা ৫০ লাখ টাকা ছাড়ালেই ১৫ শতাংশ হারে কর দিতে হবে ব্যক্তি বিনিয়োগকারীকে।

আজ বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে উপস্থাপন করা আগামী অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেছেন।

বাজেটের আগে থেকেই শেয়ারবাজার সংশ্লিষ্ট সব পক্ষের দাবি ছিল, ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের ক্ষেত্রে নতুন করে যেন করারোপ করা না হয়। কিন্তু সেই দাবি শেষ পর্যন্ত পূরণ হয়নি।

এর আগে ২০১৫ সালে পুঁজিবাজারে বিনিয়োগকে উৎসাহিত করার লক্ষ্যে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফায় কর অব্যাহতি দেওয়া হয়।

বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদেরকে মূলধনী মুনাফার উপর কর দিতে হয়। এই করের হার ৫ শতাংশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *