সেপ্টেম্বর ৮, ২০২৪

নাগরিকদের অনুমতি ছাড়া ফেসবুক-গুগলের মতো প্রতিষ্ঠান কোনো তথ্য দেশের বাইরে নিতে পারবে না। এমন বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন’-২০২৩ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার দুপুরে এ আইনর অনুমোদন মন্ত্রিসভা।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে তিন বছর ধরে উপাত্ত সুরক্ষা আইন করার জন্য কাজ করছে। ২০২২ সালের শুরুতে সরকার আনুষ্ঠানিকভাবে উপাত্ত সুরক্ষা আইনের প্রথম খসড়া প্রকাশ করে। তবে খসড়া নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী সংগঠন ও বিশেষজ্ঞরা উদ্বেগ জানান। এরপর কয়েক ধাপে খসড়ায় পরিবর্তন করে চলতি বছরের আগস্টে আরেকটি খসড়া প্রকাশ করা হয়। যেখানে বিভিন্ন ধারা অনেকটা শিথিল করা হয়েছে।

গত সেপ্টেম্বরে খসড়াটির নাম পরিবর্তন করে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইন ২০২৩ করা হয়েছে। যেখানে ফৌজদারি অপরাধ পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। সাজা হিসেবে রাখা হয়েছে জরিমানা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *