জানুয়ারি ২৪, ২০২৫

দুই বছর পর বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবরা। আগামী বুধবার এই ঢাকায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে যোগ দিতে আগামীকাল ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা।

দুই পররাষ্ট্র সচিবের মধ্যেকার অনুষ্ঠিতব্য এই বৈঠকে পানি, বাণিজ্য, সীমান্ত পরিস্থিতি, জলবায়ু পরিবর্তনসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে আলোচনা হবে। ২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশ-ভারত দুই দেশের মধ্যে পররাষ্ট্র
সচিব বৈঠকটি হয়েছিল নয়াদিল্লিতে।

অনুষ্ঠিতব্য এই বৈঠকের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে এটি নিয়মিত বৈঠক। শেষবার আমি দিল্লি গিয়েছিলাম। নতুন পররাষ্ট্র সচিব নিয়োগের পরে তিনি বাংলাদেশে আসেননি। এটিই তাঁর প্রথম বাংলাদেশ সফর। তাঁর সঙ্গে বৈঠকে দুই দেশের সব ইস্যু নিয়ে আলোচনা করা হবে। এছাড়াও বৈঠকে আগামী সেপ্টেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য সফর নিয়েও আলোচনা হতে পারে।

এছাড়া চলতি বছরের মাঝামাঝি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক জয়েন্টক নসালটেটিভ কমিশনের প্রস্তুতি নিয়েও আগামীকাল আলোচনার হওয়ার সম্ভাবনা আছে।

উল্লেখ্য, গত বছর এপ্রিলে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের বাংলাদেশ
সফরের সময়ে কাত্রা ঢাকায় এসেছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...