জানুয়ারি ৯, ২০২৫

নরসিংদীর বেলাবতে বিটুমিন তেল উৎপাদনকারী চায়না একটি কারখানায় বিস্ফোরণ হয়েছে। এতে ৬ জন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে নরসিংদীর বেলাব উপজেলার দুলালকান্দি এলাকায় চায়না ইন্টান্যাশনাল ট্রেড্রিং কো: লি: কারখানাটিতে বিস্ফোরণ হয়। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে গেলেও তাদের ভেতরে ঢুকতে দেয়নি কারখানা কর্তৃপক্ষ। প্রত্যন্ত গ্রামের ভেতরে কারখানা হওয়ার বিষয়টি জানাজানি হয়নি। আহতদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর হলে রাত ১১টার দিকে বিষয়টি জানাজানি হয়।

কোম্পানিটির এক কর্মকর্তা সাজ্জাত হোসেন সৌরভ জানিয়েছেন, চায়না ইন্টান্যাশনাল ট্রেড্রিং কো: লি: কারখানাটিতে বিটুমিন তৈরী করা হয়। শুক্রবার কারখানার বয়লার থেকে এক জাতীয় পাওডার বের করা হয়। ধারণা করা হচ্ছে- ওই পাওডারগুলো দাহ্য পদার্থ। কারখানাটিতে ভারী মেশিনারীজ সরানোর জন্য শুক্রবার বিকেলে একটি ক্রেন বসানো হচ্ছিল। ক্রেনটি বসানোর জন্য ওয়েলডিং মেশিন দিয়ে ঝালাই চলছিল। ওইসময় আগুনের একটি ফুলিকি থেকে ভাসমান অবস্থায় আগুন লাগে। পরে তা বয়লারে লাগে। ওই সময় কারখানার বয়লারের সমনে থাকা ৬ শ্রমিক দগ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ৬ জনের মধ্যে মাসুদ নামে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। তার দুই হাত পিঠ ও পেটের অংশ দগ্ধ হয়। বাকিরা অনেকটা ভালো আছেন।

বেলাব থানার ওসি মো. আজিজুর রহমান জানান, উপজেলার দুলালকান্দি এলাকায় চায়না ইন্টান্যাশনাল ট্রেড্রিং কো: লি: নামে একটি কারখানায় বিস্ফোরণ হয়েছে বলে জেনেছি। ঘটনার পরপরই তারা তাদের নিজ উদ্যেগে আহতদের ঢাকায় নিয়ে গেছে।

 

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...