জানুয়ারি ২২, ২০২৫

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত গেল তিন মাসে অনেক কমে গেছে। ভারতীয় দূতাবাস বাংলাদেশীদের জন্য চিকিৎসা ও শিক্ষা ছাড়া অন্য কোন ভিসা না দেয়ায় যাত্রী পারাপার অর্ধেকের নিচে নেমে গেছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গত ৫ই আওয়ামী সরকারের পতনের পর ভিসা প্রদান কমিয়ে দিয়েছে ভারত। ফলে যাত্রী যাতায়াত কমে যাওয়ায় এই খাতে বেনাপোল স্থল বন্দরে রাজস্ব আদায়ে ধ্বস নামতে শুরু করেছে।

বছরে প্রায় ২শ’কোটি টাকার রাজাস্ব আসে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত যাতায়াতকারী যাত্রীদের ভ্রমন কর থেকে। গত ৫ই আগস্টের আগে প্রতিমাসে ১৫ কোটি টাকার মতো রাজস্ব আয় হতো এই খাতে। তবে বর্তমানে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপারে রাজস্ব আদায় ৩ কোটিতে নেমে এসেছে। আগে প্রতিদিন ৭ থেকে ৮ হাজারেরও বেশি যাত্রী পারপার হতো এই পথে। ভারত ভিসা প্রদান কমিয়ে দেয়ায় বর্তমানে সেই সংখ্যা গিয়ে অর্ধেকের নিচে নেমেছে।

বেনাপোল থেকে কলকাতার দুরত্ব কম হওয়ায় অধিকাংশ যাত্রী এই পথেই ভারত যেতে স্বাচ্ছন্দ বোধ করেন। আর ভারতে যাতায়াতকারী যাত্রীদের অধিকাংশই রোগী। ট্যুরিস্ট, বিজনেস, স্টুডেন্ট ভিসার যাত্রী নেই বললেই চলে। কারণ ভারত এখন শুধু চিকিৎসা ও শিক্ষার জন্য ভিসা দিচ্ছে।

ভারত সরকার বিজনেস ভিসা না দেওয়ায় দেশের এই বৃহত্তম স্থল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যের ওপরও প্রভাব পড়তে শুরু করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...