আগস্ট ৬, ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে চার শিশু সাত জন নিহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে এ দুর্ঘটনা ঘটে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান রাইজিংবিডি ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সকালে চন্দ্রগঞ্জের পূর্ব বাজারে আবুল খায়ের চেয়ারম্যানের বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস সড়কের পাশে খাদে পড়ে যায়। সেখান থেকে সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজীম রাইজিংবিডি ডটকমকে জানান, বেগমগঞ্জে দুর্ঘটনায় নিহত সাত জনের বাড়ি লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নে।

তিনি জানান, ওমান ফেরত প্রবাসীকে আনতে ১০ জন ঢাকা যান। এয়ারপোর্ট থেকে ফেরার পথে চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। সেখানে পানি বেশি থাকায় গাড়িতে থাকা পুরুষরা বের হতে পারলেও নারী ও শিশুরা বের হতে পারেনি।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে সাত জনের লাশ উদ্ধার করে। যার মধ্যে চার জনই শিশু।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...