পুঁজিবাজারে বহুল আলোচিত দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ বুধবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।
এতে বলা হয়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানে শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি গত ১১ ডিসেম্বর সভা করে। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দেবে বলে সিদ্ধান্ত নেয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের গত ২৯ ডিসেম্বর পত্রের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএসইসিকে নির্দেশ দেয়।
বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এবং উদ্ভূত সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলোর স্বতন্ত্র পরিচালক নিয়োগ করা প্রয়োজন বলে কমিশন মনে করে। এ পরিস্থিতিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯ এর ধারা ২০এ এর প্রদত্ত ক্ষমতাবলে কমিশন, বেক্সিমকো গ্রুপের আওতাধীন পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। স্বতন্ত্র পরিচালকরা আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানির মধ্যে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডের স্বতন্ত্র পরিচালকরা হলেন- বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. মো. শাহিনুর ইসলাম, বেঙ্গল ওভারসিজ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, এম এম রহমান অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক এবং দি ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালটেন্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের সিইও এম নুরুল আলম, ইনফাইনাইজেন্ট কনসালটিং লিমিটেডের চিফ কনসালটেন্ট শেখ নাহার মাহমুদ, সদর দফতর ৭১ মেকানাইজড ব্রিগেড সাভারের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত-উল-ইসলাম এবং রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএর প্রশাসক আনোয়ার হোসেন।
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেডে যে ৯ জন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন, তারাই বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের স্বতন্ত্র পরিচালক হিসেবে কাজ করবেন।
এদিকে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে যারা দায়িত্ব পেয়েছেন তাদের মধ্যে ছয়জন এবং নতুন একজনকে শাইনপুকুর সিরামিকস লিমিটেডে যুক্ত করা হয়েছে। কোম্পানিটির অন্যান্য স্বতন্ত্র পরিচালকরা হলেন- বুয়েটের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. মো. শাহিনুর ইসলাম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, এম এম রহমান অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক এবং দি ইনস্টিটিউট অব চাটার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালটেন্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের সিইও এম নুরুল আলম, সেনা সদর পদাতিক পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী এবং ইপিবির ভাইস চেয়ারম্যান ও বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেন। এর মধ্যে কোম্পানিটির নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন সেনা সদর পদাতিক পরিদফতরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহতাশিম হায়দার চৌধুরী।