জানুয়ারি ২২, ২০২৫

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায়ও হেরে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১৯ রানের জয় পায় ভারত।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১৪৬ রানের টার্গেট তাড়ায় ১০১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ম্যাচ হারে ৪৪ রানে।

আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমেই ১৪ রানে দিলারা আক্তারের উইকেট হারায় বাংলাদেশ।

এরপর দলীয় ৪৩ রানে ফেরেন শোভনা মোস্তারি। তিনি ১৫ বলে চার বাউন্ডারিতে ১৯ রান করে ফেরেন। একটা পর্যায়ে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬৪ রান।

এরপর মাত্র ৫ রানের ব্যবধানে ফেরেন অধিনায়ক নিগার সুলতানা, ফাহিমা খাতুন ও সুলতানা খাতুন। পাঁচ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা।

১১ ওভার খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ৭০ রান। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির পর খেলা শুরু হলে পরের ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ ৪৯ রান করলে স্কোর হয় ১১৯/১০। দলের হয়ে ৪৯ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার মুরশিদা খাতুন। এছাড়া ১৮ বলে ২০ রান করে মুর্শিদা খাতুন।

টার্গেট তাড়া করতে নেমে ৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৭ রান করে ভারত। এরপর শুরু হয় বৃষ্টি। বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ১৯ রানে জয় পায় ভারত। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে গেল সফরকারীরা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...