নভেম্বর ২১, ২০২৪

কাবাব খেতে কমবেশি সবাই পছন্দ করেন। বিভিন্ন উৎসব থেকে শুরু করে ঘরোয়া অনুষ্ঠান সবখানেই পাতে কাবাব না থাকলে অনেকেরই চলে না। সব সময় তো মাংসের কাবাবই খান, এবার না হয় স্বাদ পাল্টাতে স্বাদ নিন মসুর ডালের কাবাবের। জেনে নিন মুখোরোচক এই কাবাবের রেসিপি-

উপকরণ

১. মুসুর ডাল ১ কাপ
২. লবণ সামান্য
৩. আদা-রসুন বাটা আধা চা চামচ
৪. তেজপাতা ১টি
৫. হলুদ গুঁড়া আধা চা চামচ
৬. পেঁয়াজ মিহি কুচি ১ কাপ
৭. কাঁচা মরিচ কুচি ২ টেবিল চামচ
৮. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
৯. ঘি ১ চা চামচ
১০. টমেটে সস ২ চা চামচ
১১. কাবাব মসলা ১ টেবিল চামচ
১২. ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ
১৩. লাল মরিচের গুঁড়া আধা চা চামচ
১৪. লবণ স্বাদমতো
১৫. সয়াসস ১ চা চামচ
১৬. ব্রেড ক্রামস ১ কাপ ও
১৭. ডিম ১টি।

পদ্ধতি

ডাল ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন। ডাল সেদ্ধ করার সময় লবণ, আদা-রসুন বাটা ও তেজপাতা মিশিয়ে দিন। তারপর ডাল সেদ্ধ হলে তেজপাতা উঠিয়ে নিন। এবার সেদ্ধ ডাল ভালো করে মেখে নিন। সবগুলো উপকরণ মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপর হাতে সামান্য তেল মেখে অল্প অল্প করে ডালের মিশ্রণ নিয়ে কাবাব তৈরি করে নিন। ডিম দিয়ে মাখানোর পর কাবাব দ্রুত ভেজে ফেলতে হবে। এবার গরম তেলে অল্প অল্প করে কাবাব দিয়ে (৩/৪টি করে) গাঢ় বাদামিরঙা করে ভেজে তুলতে হবে। ব্যাস তৈরি হয়ে যাবে মসুর ডালের কাবাব। কাবাবগুলো ডুবো তেলেই ভাজতে হবে। এই কাবাব বানাতে কোন কিছুই মেপে নেয়ার প্রয়োজন হয় না। আন্দাজমতো সব নিলেই হয়ে যাবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...