ডিসেম্বর ২৭, ২০২৪

শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর ২০২২ সমাপ্ত ৯ মাসে শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। এ সংক্রান্ত কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২৪.৫২ টাকা। যা আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ২১.৪১ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ৩.১১ টাকা বা ১৪ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.৫৯ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ৫.৪৫ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ২.১৪ টাকা বা ৩৯ শতাংশ বেড়েছে।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৭.৬৫ টাকায়

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...