ডিসেম্বর ২২, ২০২৪

বিশ্বকাপে নেদারল্যান্ডস এবং পাকিস্তানের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলবে বাংলাদেশ। এই দুটি ম্যাচের টিকিটের দাম ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বনিম্ন ৬৫০ রুপি থেকে সর্বোচ্চ ১৫০০ রুপি পর্যন্ত টিকিটের দাম হবে। আর পাকিস্তানের বিপক্ষে সর্বনিম্ন ৮০০ রুপি থেকে সর্বোচ্চ ২২০০ রুপি পর্যন্ত টিকিটের দাম হবে। ২০২৩ বিশ্বকাপে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে মোট পাঁচটি ম্যাচ। এই পাঁচটি ম্যাচেরই টিকিটের দাম প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস ম্যাচের টিকিট মূল্য (ভারতীয় রুপি)-

আপার টায়ার্স- ৬৫০
ডি, এইচ ব্লকস- ১০০০
বি, সি, কে, এল ব্লক- ১৫০০

বাংলাদেশ বনাম পাকিস্তান এবং ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের টিকিট মূল্য (ভারতীয় রুপি)-

আপার টায়ার্স- ৮০০
ডি, এইচ ব্লকস- ১২০০
সি, কে ব্লকস- ২০০০
বি, এল ব্লকস- ২২০০

ভারত বনাম সাউথ আফ্রিকা এবং সেমিফাইনাল-২ ম্যাচের টিকিট মূল্য (ভারতীয় রুপি)-

আপার টায়ার্স- ৯০০
ডি, এইচ ব্লকস- ১৫০০
সি, কে ব্লকস- ২৫০০
বি, এল ব্লকস- ৩০০০

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...