ডিসেম্বর ২৫, ২০২৪

ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে টুর্নামেন্ট শেষে গোল্ডেন বুট এ্যাওয়ার্ডে ভূষিত করা হয়। ১৯৮২ বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে এই এ্যাওয়ার্ডের প্রচলন শুরু করে ফিফা। ২০০৬ সাল পর্যন্ত এর নামন ছিল গোল্ডেন শ্যু। ২০১০ সাল থেকে গোল্ডেন বুট নামেই এটি পরিচিত।
এর আগের আসরগুলোতে গোল্ডেন শ্যুর পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ গোলদাতাকে সিলভার ও ব্রোঞ্জ শ্যু প্রদান করা হতো।
১৯৩০ সালে প্রথমবারের মত আয়োজিত বিশ^াকপে আর্জেন্টাইন গুইলারমো স্টাবিলে আট গোল করে প্রথম ফুটবলার হিসেবে এই গোল্ডেন শ্যু এ্যাওয়ার্ড লাভ করেছিলেন।
১৯৫৮ সালে সুইডেন বিশ^কাপে ফ্রান্সের জাস্ট ফন্টেইন ১৩ গোল করে এই এ্যাওয়ার্ড জয় করেছিলেন যা এ পর্যন্ত বিশ^কাপে কোন খেলোয়াড়ের সর্বোচ্চ গোল।
কোন খেলোয়াড়ই এখন পর্যন্ত একাধিকবার এই পুরস্কার জয় করেননি। তবে ছয়জন ব্রাজিলিয়ান এই তালিকায় জায়গা করে নিয়েছেন যা কোন দেশের জন্য সর্বাধিক।
প্রায় এক কেজী ওজনের এই ট্রফিটিকে  গোল্ড প্লেটেড করা রয়েছে।
এ পর্যন্ত গোল্ডেন বুট বিজয়ী খেলোয়াড়ের তালিকা :
১৯৩০ উরুগুয়ে বিশ^কাপ : গুইলারমো স্টাবিলে, আর্জেন্টিনা, ৮ গোল
১৯৩৪ ইতালি বিশ^কাপ : অল্ড্রিচ নেয়েডলি, চেকোস্লোভাকিয়া, ৫ গোল
১৯৩৮, ফ্রান্স বিশ^কাপ : লিওনিডাস, ব্রাজিল, ৭ গোল
১৯৫০, ব্রাজিল বিশ^কাপ : আদেমির, ব্রাজিল, ৮ গোল
১৯৫৪, সুইডেন বিশ^কাপ : জাস্ট ফন্টেইন, ফ্রান্স, ১৩ গোল
১৯৬২, চিলি বিশ^কাপ : ফ্লোরিয়ান আলবার্ট (হাঙ্গেরি), ভ্যালেন্টিন ইভানোভ (সোভিয়েত রাশিয়া), গারিঞ্চা এন্ড ভাভা (ব্রাজিল), ড্রাজান জারকোভিচ (যুগোস্লাভিয়া ক্রোয়েশিয়া), লিওনেল সানচেজ (চিলি), ৪ গোল
১৯৬৬, ইংল্যান্ড বিশ্বকাপ : ইউসেবিও, পর্তুগাল, ৯ গোল
১৯৭০, মেক্সিকো বিশ্বকাপ : গার্ড মুলার, জার্মানী, ১০ গোল
১৯৭৪, পশ্চিম জার্মানী বিশ্বকাপ : গ্রিগর্জ লাটো, পোল্যান্ড, ৭ গোল
১৯৭৮, আর্জেন্টিনা বিশ্বকাপ : মারিও কেম্পেস, আর্জেন্টিনা, ৬ গোল
১৯৮২, স্পেন বিশ্বকাপ : পাওলো রোসি, ইতালি, ৬ গোল
১৯৮৬, মেক্সিকো বিশ্বকাপ : গ্যারি লিনেকার, ইংল্যান্ড, ৬ গোল
১৯৯০, ইতালি বিশ্বকাপ : সালভাতোওে শিলাচি, ইতালি, ৬ গোল
১৯৯৪, যুক্তরাষ্ট্র বিশ^কাপ : ওলেগ সেলেঙ্কো (রাশিয়া), রিস্টো স্টোয়েচকভ (বুলগেরিয়া), ৬ গোল
১৯৯৮, ফ্রান্স বিশ^কাপ : ডেভর সুকার, ক্রোয়েশিয়া, ৬ গোল
২০০২, দক্ষিণ কোরিয়া/জাপান বিশ^কাপ : রোনাল্ডো নাজারিও, ব্রাজিল, ৮ গোল
২০০৬, জার্মানী বিশ্বকাপ : মিরোস্লাভ ক্লোসা, জার্মানী, ৫ গোল
২০১০, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ : থমাস মুলার, জার্মানী, ৫ গোল
২০১৪, ব্রাজিল বিশ্বকাপ : হামেস রড্রিগুয়েজ, কলম্বিয়া, ৬ গোল
২০১৮, রাশিয়া বিশ্বকাপ : হ্যারি কেন, ইংল্যান্ড, ৬ গোল

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...