নভেম্বর ২৪, ২০২৪

বিশ্বকাপের বাকি নেই আর এক সপ্তাহ। এমন সময়ে বড়সড় দুঃসংবাদ পেল বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে কোনো ম্যাচে মাঠে নামার আগেই ইনজুরিতে পড়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

গতকাল রাতে অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে চোট পান সাকিব। আঘাতের কারণে অ্যাঙ্কেল ফুলে গেছে। এ কারণেই প্রস্তুতি ম্যাচে নেই তিনি। তবে শঙ্কার খবর, এই চোটের কারণেই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সাকিবের খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। সাকিবের অনুপস্থিতিতে লঙ্কানদের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

গুয়াহাটির বারাসপারা স্টেডিয়ামের প্রস্তুতি ম্যাচে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। ম্যাচে সাকিব ছাড়াও নেই মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলাম। তবে প্রস্তুতি ম্যাচ হওয়াতে দলের প্রয়োজনে যেকোনো সময় বোলিং করতে পারবেন তারা।

বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মাহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।

 

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...