ডিসেম্বর ২২, ২০২৪

বিরাট কোহলি সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন। যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও মাঠে ফেরার কথা রয়েছে তার। দলের সঙ্গে সাউথ আফ্রিকায় গেলেও ব্যক্তিগত কারণে সিরিজ শুরুর আগেই দেশে ফিরে আসতে হচ্ছে তাকে। কোহলি তিনদিনের আন্তঃস্কোয়াড অনুশীলন ম্যাচেও অংশ নেননি।

বক্সিং ডে টেস্টের আগেই তার আবার দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে। গত কয়েক মাস ধরেই জল্পনা-কল্পনা চলছে কোহলিকে নিয়ে। তার স্ত্রী আনুষ্কা শর্মা সন্তান সম্ভবা। কদিন পরেই দ্বিতীয়বারের মতো বাবা-মা হতে চলেছেন কোহলি ও আনুষ্কা। ধারণা করা হচ্ছে স্ত্রীর পাশে থাকতেই কোহলি হুট করে দেশে ফিরেছেন। এদিকে বেশ কয়েকজন ক্রিকেটারের চোটের কারণে বিপাকে পড়েছে ভারতীয় দলের ম্যানেজমেন্ট।

মোহাম্মদ শামি ও ইশান কিশানের পর টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়ও। জানা গেছে ভারতীয় এই ওপেনার আঙুলের চোটে পড়েছেন। অভিমান্যু ঈশ্বরন ভারতের ‘এ’ দলের হয়ে সাউথ আফ্রিকা সফর করছেন।

ধারণা করা হচ্ছে রুতুরাজের বিকল্প হিসেবে তিনিই টেস্ট দলের সঙ্গে যোগ দিচ্ছেন। যদিও মূল একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ভারতের হয়ে সাদা পোশাকে ওপেনিং করতে দেখা যাবে রোহিত শর্মা ও ইয়াসভি জায়সাওয়ালকে।

২৬ ডিসেম্বর সাউথ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে খেলতে নামবে ভারত ‘এ’ দল। একই দিন মাঠে নামবে ভারতের জাতীয় দলও। শেষ মুহূর্তে কোনো পরিবর্তন এলে তিনি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন। না হলে ‘এ’ দলের সিরিজ শেষে তিনি রোহিতদের সঙ্গে যোগ দেবেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...