জানুয়ারি ২৪, ২০২৫

বিরাটের আগে রণবীর সিং-এর সঙ্গেই ডেট করতেন অনুষ্কা। ‘ব্যান্ড বাজা বরাত’-এর সময়ে ওই তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু, রণবীর সিং-এরও আগে অনুষ্কার জীবনে কে ছিলেন এই কথা হয়ত অনেকেরই অজানা।

রণবীর সিং-এর আগে জোয়েব ইউসুফ নামে এক মডেলের সঙ্গে সম্পর্ক ছিল অনুষ্কার। কেরিয়ার শুরুর দিকেই এই সম্পর্কের শুরু। তাঁদের দু’জনকে একাধিক জায়গায় একসঙ্গে দেখা গেছে।

বেঙ্গালুরু থেকে মুম্বইতে আসার পর ইউসুফের সঙ্গে না কি ‘লিভ ইন’ও শুরু করেন অনুষ্কা শর্মা। ২ বছর তাঁরা একসঙ্গে থাকেন। এরপর ‘রব নে বানাদি জড়ি’-তে শাহরুখের বিপরীতে বলিউডে ডেবিউ করেন অনুষ্কা শর্মা। তখন থেকেই হু হু করে চড়তে শুরু করে অনুষ্কার শর্মার কেরিয়ারের গ্রাফ।

এরপর ‘ব্যান্ড বাজা বরাত’-এর সময় রণবীর সিং-এর সঙ্গে সম্পর্কে জড়ান অনুষ্কা শর্মা। সেই সম্পর্কেও ছেদ পড়ে। এরপর বিরাট আসেন তাঁর জীবনে। রণবীর সিং-এর সঙ্গে সম্পর্কে জড়ান বলিউড ডিভা দীপিকা পাডুকনও। কিন্তু কালের প্রবাহে ক্রমশ রূপোলি পর্দা থেকে হারিয়ে গেছেন জোয়েব ইউসুফ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...