জানুয়ারি ৭, ২০২৫

বিনোদন জগতে এক দশকেরও বেশি সময় ধরে পদচারণা সাফা কবিরের। অসংখ্য জনপ্রিয় নাটক এবং ওটিটি কনটেন্টের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। মিডিয়ায় তার ব্যাচের অনেকেই বিয়ে করে সংসার পেতেছেন, তবে সাফা এখনো ‘সিঙ্গেল’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সাফা বিয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। বলেছেন, ‘আপনারা আমার বিয়ে, মেহেদি, হলুদ নিয়ে আর কোনো প্রশ্ন করবেন না। যেদিন হবে ইনশাআল্লাহা আপনারা সবাই আসবেন এবং সবাই দেখতে পাবের। দোয়া করেন যাতে আমি তাড়াতাড়ি জীবনসঙ্গী খুঁজে পাই।’

জীবনসঙ্গী হতে কোন গুণ অপরিহার্য- সেটা উল্লেখ করে এই অভিনেত্রী বলেছেন, ‘যদি একটা খুব ভালো মনের মানুষ বা একটা ভালো মানুষের সঙ্গে আমার দেখা হয় তাহলে হয়তোবা খুব ভালো হবে। ব্যক্তিটা মিডিয়ার হবে নাকি মিডিয়ার বাইরের হবে এসব নিয়ে চিন্তা করিনা। সেটা যে কেউ হতে পারে, একটা ভালো মনের মানুষ হওয়াটা গুরুত্বপূর্ণ।’

‘আমি আসলে খুব ঘরকুনো একটা মেয়ে, বাসায় থাকতে খুব বেশি ভালোবাসি। এদিকে আমার বন্ধুরা আমাকে বলে আমি অনেক অলস বাসা থেকে বের হতে একদম পছন্দ করি না’-যোগ করেন সাফা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...