ডিসেম্বর ২২, ২০২৪

চলতি বছরের শেষেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। এর ফলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর শুরুর দিনক্ষণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে জাতীয় নির্বাচনের পর পরই অনুষ্ঠিত হবে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।

জাতীয় নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে হলে ১০ জানুয়ারি বা কাছাকাছি সুবিধাজনক সময়ে শুরু হতে পারে বিপিএল। যদিও ফেব্রুয়ারির মধ্যে বিপিএল শেষ করার তাড়া রয়েছে বিসিবির। কারণ এই ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। সেই কথা মাথায় রেখেই সূচি চূড়ান্ত করা হবে বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বিপিএলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। কদিন আগেই অনুষ্ঠিত হয়েছে বিসিবির বোর্ড সভা। সেখানে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ প্রসঙ্গে খোলাসা করে মল্লিক বলেন, ‘বিপিএলের সম্ভাব্য সূচি কি হতে পারে তা নিয়ে আমাদের বোর্ড মিটিংয়ে আলোচনা হয়েছে। সেখানে আমাদের প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে যে জাতীয় নির্বাচনের পরপরই যেন আমরা বিপিএলটা শুরু করতে পারি। পত্র-পত্রিকার মাধ্যমে শোনা যাচ্ছে জাতীয় নির্বাচনের তারিখটা জানুয়ারির প্রথম সপ্তাহে হতে পারে। সেক্ষেত্রে ১০ তারিখ বা সুবিধাজনক তারিখ দেব। এটা আমরা বিপিএলের আগামী মৌসুমের শুরুর তারিখটা আমরা ঠিক করেছি।’

একই সময় বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট চলায় বিপিএলে অনেক বিদেশি ক্রিকেটার খেলতে আসেন না। সেই কথা মাথায় রেখে সেপ্টেম্বরেই বিপিএলের ড্রাফট শেষ করে ফেলতে চায় বিসিবি। তিনি আরও বলেন, ‘যে করেই হোক ফেব্রুয়ারির মধ্যে আমাদের খেলাটা শেষ করতে হবে কারণ এর পরেই আমাদের শ্রীলঙ্কা সিরিজ আছে। আর প্লেয়ার ড্রাফটটা আমরা সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহের মধ্যে শেষ করে দিতে চাই। যাতে প্রত্যেকটা দল নিজেদের গুছাতে পর্যাপ্ত সময় পায়।’

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...