ডিসেম্বর ২২, ২০২৪

যাদের সময়-সুযোগ এবং টাকা আছে তারা চাইলে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে বসেই দেখতে পারেন।

কিন্তু যারা কর্মব্যস্ত, ব্যস্ততার কারণে ফুসরত বের করতে পারছেন না; অথচ খেলা ভালোবাসেন- তাদের জন্য বিনামূল্যে খেলার দেখার সুবর্ণ সুযোগ থাকছে।

তারা নিজের ব্যক্তিগত মোবাইলে হটস্টারের মাধ্যমে বিনামূল্যে জুনে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখতে পারেন।

বিশ্বকাপের টিকিটের সর্বনিম্ন মূল্য ছয় ডলার তথা ৪৯৭ টাকা ধার্য করা হয়েছে। ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রিমিয়াম টিকিটের জন্য খরচ করতে হবে চারশ ডলার বা প্রায় ৩৩ লাখ ১৪৮ টাকা।

ইউএসএ টুডের প্রতিবেদন অনুসারে, সুপার বোল ৫৮ টিকিট সেকেন্ডারি মার্কেটে সর্বাধিক ৯ হাজার ডলারে পেতে পারেন, যেখানে ফাইনালের জন্য কোর্টসাইড সিটগুলো সর্বাধিক ২৪ হাজার ডলারে পাওয়া যেতে পেতে পারে।

SeatGeek প্ল্যাটফর্মে ভারত বনাম পাকিস্তান ম্যাচের টিকিটের দাম আকাশছোঁয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য এই সাইটে সবচেয়ে দামি টিকিটের দাম এক লাখ ৭৫ হাজার ডলার অর্থাৎ প্রায় ১.৪ কোটি টাকা। যদি প্ল্যাটফর্ম চার্জ এবং অতিরিক্ত ফি যোগ করা হয়, তাহলে প্রায় ১.৮৬ কোটি টাকাও হতে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...