জানুয়ারি ২৩, ২০২৫

বিদেশ থেকে দেশে আসা যাত্রীরা তিনটির বেশি মোবাইল ফোন আনতে পারবেন না। এ ক্ষেত্রে আবার একটির শুল্ক পরিশোধ করতে হবে তাকে।

বৃহস্পতিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ প্রস্তাব করেছেন।

এতদিন পর্যন্ত একজন যাত্রী আটটি মোবাইল ফোন আনতে পারতেন। এর মধ্যে ছয়টির জন্য শুল্ক দিতে হতো। তবে দুটি ফোন আনা যেত শুল্ক ছাড়াই। এখন শুল্ক দিয়েও লাগেজে করে তিনটির বেশি ফোন আনা যাবে না।

আগামী অর্থবছরের বাজেটে ব্যাগেজ বিধিমালায় এটিসহ আরও কিছু সংশোধন আনা হয়েছে। বাজেট ঘোষণারপরই এ বিধি কার্যকর হবে।

প্রস্তাবিত এ বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, কোনো প্রকার শুল্ক ও কর পরিশোধ ছাড়াই একজন যাত্রী দুটো মোবাইল ফোন আনতে পারবেন। আর শুল্ক কর পরিশোধ করে নিতে পারবেন আরও একটি মোবাইল ফোন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...