জুন ২৯, ২০২৪

অভিনয়ের পাশাপাশি গান গেয়ে সবার মন জয় করে নিয়েছেন তানসিয়া ফারিণ। তার মনেও রয়েছ অনেক পছন্দের শিল্পী। তার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের পপতারকা টেইলর সুইফট। আতদিন তার গান সিডিতে শুনে বা ভিডিওতে দেখে মন ভরিয়েছেন ফারিণ। দীর্ঘদিন সুইফটকে সামনাসামনি দেখার ইচ্ছা লুকিয়ে ছিল তার মনে। এবার সেই ইচ্ছা পূরণ হয়েছে স্কটল্যান্ডে গিয়ে।

চলতি মাসে তিন দিন স্কটল্যান্ডের এডিনবরায় কনসার্ট করেছেন সুইফট। ওই কনসার্টে দর্শক সমাগমের রেকর্ড গড়েছে স্কটল্যান্ড। সেই লাখো দর্শকের মাঝে উপস্থিত ছিলেন ফারিণ।

সম্প্রতি কনসার্ট মুহূর্তের কিছু ছবি সোশাল মিডিয়ায় প্রকাশ করে সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফারিণ।

ফারিণের শেয়ার করা ছবিতে দেখা যায়, মঞ্চে গিটার বাজিয়ে গাইছেন টেইলর সুইফট। আর দর্শকদের মধ্যে দাঁড়িয়ে গান উপভোগ করছেন তিনি।

তিন দিনের কনসার্টের উদ্বোধনী দিন গত ৭ জুন স্কটল্যান্ডের এডিনবরায় মারিফিল্ড স্টেডিয়ামে সুইফটের কনসার্টে হাজির ছিলেন ফারিণ।

উল্লেখ, ২৫তম রেইনবো আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে নিজের অভিনীত ‘ফাতিমা’ সিনেমা প্রদর্শনীর জন্য চলতি মাসের প্রথম সপ্তাহে লন্ডনে যান ফারিণ। এডিনবরায় যান সুইফটের কনসার্ট দেখার জন্য। যার জন্য উচ্চ মূল্যে টিকিট ক্রয় করেন তিনি।

এই কনসার্টে সুইফট তার বিভিন্ন অ্যালবামের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *