ডিসেম্বর ৩০, ২০২৪

শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন (বিটিসি) ফের সর্বকালের সর্বোচ্চ রেট ৮০,০০০ ডলারে পৌঁছেছে। রোববার (১০ নভেম্বর) মস্কোর স্থানীয় সময় সকালে বাইন্যান্স প্ল্যাটফর্মের দেয়া তথ্য এমনটাই বলছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই বিটকয়েনের রেট ৭৬ হাজার ডলার ছাড়িয়ে যায়।

ক্রিপ্টো মার্কেট বিশ্লেষকরা বলছেন, বিটকয়েনের মূল্যবৃদ্ধির এই গতি ঐতিহাসিকভাবে ক্রিপ্টো কারেন্সির জন্য আরও লাভের সংকেত দেয়। অদূর ভবিষ্যতে ক্রমাগত এর দাম আরও বাড়তে পারে।

উল্লেখ্য, ব্লকচেইন প্রযুক্তির উপর ভিত্তি করে ক্রিপ্টো মুদ্রার একটি বিকেন্দ্রীভূত সিস্টেম হলো বিটকয়েন। ক্রিপ্টোকারেন্সি ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয়তার মাধ্যমে এটির দাম ওঠা-নামা করে। ২০০৮ সালের নভেম্বরে সাতোশি নাকামোতো ছদ্মনামে এই কারেন্সি মার্কেটে প্রকাশ করা হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...