জানুয়ারি ৫, ২০২৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত  দুই কোম্পানির শেয়ার লেনদেন আড়াই ঘন্টার মধ্যে বিক্রেতা উধাও। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। কোম্পানিগুলো হলো :  মিরাকল ইন্ডাস্ট্রিজ ও অ্যারামিট সিমেন্ট লিমিটেড।

আজ বুধবার ২৩ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর মঙ্গলবার ছিল ৩৬.৭০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৩৮.৪০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪০.৩০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ৩.৬০ টাকা বা ৯.৮০ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৩.৯০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ২৪ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ২৬.২০ টাকায়। এ হিসেবে কোম্পানিটির শেয়ার দর ২.৩০ টাকা বা ৯.৬২ শতাংশ বেড়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...