জানুয়ারি ৩, ২০২৫

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবিতে ‘লংমার্চ’ কর্মসূচি ঘোষণা দিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সর্বস্তরের সাধারণ বিনিয়োগকারীরা মতিঝিলে একত্রিত হয়ে এ ‘লংমার্চ’ কর্মসূচি পালন করবেন।

বুধবার (২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে মতিঝিলে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সামনেও বিভিন্ন সংগঠনের বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীরা একত্রিত হয়ে এ ‘লংমার্চ’ কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ, বাংলাদেশ পুজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত পরিষদ ও বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট প্রফেশনালসের সদস্যসহ সাধারণ বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

সাধারণ বিনিয়োগকারীদের পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মনিটে মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পুরাতন ভবনের সামনে সর্বস্তরের বিনিয়োগকারীরা সমাবেত হবে। সেখান থেকে আগারগাঁওয়ে বিএসইসির উদ্দেশ্যে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করা হবে। বিএসইসি পৌঁছে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ এবং পুঁজিবাজারের স্থিতিশীলতা আনয়নের লক্ষে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...