ডিসেম্বর ২২, ২০২৪

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতমূলক সংবাদ প্রকাশ করে অপপ্রচারে লিপ্ত রয়েছে মার্কিন সংস্থা অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন প্রজেক্ট (ওসিসিআরপি)। সংস্থাটির এমন অপপ্রচারের ফলে পুঁজিবাজার ও বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেই সঙ্গে ক্ষুন্ন হচ্ছে সরকারের ভাবমূর্তি। তাই ওসিসিআরপি অপপ্রচারের বিরুদ্ধে তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

রোববার (১৬ জুলাই) এক জরুরি সভা শেষে তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক। সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রোববার বিকাল ৩টায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের প্রধান কার্যালয়ে পুঁজিবাজারের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সভায় অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন প্রজেক্ট নামক একটি মার্কিন সংস্থার অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিতমূলক সংবাদ প্রকাশের বিষয়টি উঠে আসে। সংস্থাটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) চেয়ারম্যানকে জড়িয়ে নিউজের হেডলাইন পরিবর্তন করে একের পর এক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করে আসছে। এতে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে পুঁজিবাজারের প্রতি আস্থার সংকট তৈরি হতে দেখা যাচ্ছে। পাশাপাশি পুঁজিবাজারে বিরূপ প্রভাব পড়েছে। বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এ ধরনের সংবাদ প্রকাশে ব্যক্তিস্বার্থ চরিতার্থ হয় বটে কিন্তু পুঁজিবাজারের উন্নয়নে কোন ভূমিকা রাখে না।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, বর্তমান কমিশন পুঁজিবাজারের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। পুঁজিবাজারের জন্য সুশাসন নিশ্চিত করার জন্য অনেক কুচক্রী মহলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। ওটিসি মার্কেটে থাকা কোম্পানিগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে। ওই সকল দুষ্ট চক্ররাই মূলতঃ বিভিন্ন সংস্থা ও কিছু কিছু হলুদ সাংবাদিকদের দিয়ে কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করছে। সভায় এই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্রনিন্দা ও প্রতিবাদ জানানো হয়। কমিশনের সঙ্গে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করা ও সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির সঙ্গে যে সকল সংস্থা এবং আলোচিত-সমালোচিত ব্যক্তি জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়। সভায় বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...