জানুয়ারি ৮, ২০২৫

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হতে যাচ্ছেন বিশিষ্ট ব্যাংকার খন্দকার রাশেদ মাকসুদ।

এ বিষয়ে প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) একাধিক কর্মকর্তা।

একইসঙ্গে এম মাসরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন বাতিল করার কাজও চলছে বলে এফআইডি’র একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

আজ সোমবারের মধ্যে মাসরুর রিয়াজকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে খন্দকার রাশেদ মাকসুদকে চেয়ারম্যান নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...