ডিসেম্বর ২৩, ২০২৪

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেছেন- এমন গুজব ছড়িয়েছে একটি কারসাজি চক্র। ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এর নেতিবাচক প্রভাব ব্যাপকভাবে পরেছে। যার ফলে বুধবার (১৬ আগস্ট) শেয়ারবাজারে বড় পতন হয়েছে।

বিএসইসির চেয়ারম্যানকে নিয়ে এমন গুজব ছড়ানোর বিষয়টি বিএসইসির নজরেও এসেছে। ইতোমধ্যে চেয়ারম্যানকে নিয়ে গুজব ছড়ানোর বিষয়টি নিয়ে নড়েছড়ে বসেছে প্রতিষ্ঠানটি। স্বয়ং নিয়ন্ত্রক সংস্থাকে নিয়ে এমন গুজব বিনিয়োগকারীদের ভবিষতেও আতঙ্কিত করতে পারে। তাই এমন গুজব রটানোকারীদের বিরুদ্ধ আইনি পদক্ষেপ নিচ্ছে প্রতিষ্ঠানটি।

এই বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচাল ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম শেয়ারনিউজকে বলেন, একটি চক্র বিএসইসির চেয়াম্যানের পদত্যাগের গুজব ছড়িয়ে বিনিয়োগকারীদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। বিষয়টি কমিশনের নজরে এসেছে। এই বিষয়টি সম্পূর্ণ গুজব। তাই এই বিষয়ে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার জন্য আহবান জানান তিনি।

রেজাউল করিম আরও বলেন, যে বা যারা বিএসইসির চেয়ারম্যানকে নিয়ে গুজব ছড়িয়েছে, তাদেরকে খুঁজে বের করার প্রক্রিয়া চলছে। বিএসইসির আইটি টিম এই গুজব নিয়ে গুরুত্বের সাথে কাজ করছে। যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, এই গুজবের বিষয়ে বিএসইসির পক্ষ থেকে একটি জিডিও করা হবে। এরপর অপরাধীকে সনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...