জানুয়ারি ৫, ২০২৫

বিএনপিকে হুমকি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করলে খবর আছে। আওয়ামী লীগও প্রস্তুত আছে।’

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তি, দরিদ্র তহবিলে অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেখ রাসেল দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি।

তিনি বলেন, ‘পৃথিবীতে অনেক হত্যাকাণ্ড হয়েছে, কারবালায় হত্যাকাণ্ড হয়েছে কিন্তু কোনো হত্যাকাণ্ডে শিশু ও অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করা হয়নি। কিন্তু বাংলাদেশ একমাত্র দুর্ভাগা যেখানে শিশু ও অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের সঙ্গে আমাদের এই দেশে রাজনীতি করতে হয়। যারা বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তাদের পুনর্বাসন করেছে তাদের সঙ্গে রাজনীতি করতে হয়।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান জড়িত। জিয়াউর রহমানই দেশের মধ্যে হত্যার রাজনীতি শুরু করেছিল। কারাগারে চার নেতা হত্যার সঙ্গে জড়িত ছিলেন জিয়াউর রহমান। কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। হত্যা, হত্যাকে ডেকে আনে। জিয়াউর রহমানের মতোই তার ছেলে তারেক রহমান বঙ্গবন্ধু পরিবারকে নিঃশেষ করতে গ্রেনেড হামলা করেছিল।’

দেশি-বিদেশি বন্ধু রাষ্ট্রের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে। বিদেশিদের কথায় সংবিধানের কোনো পরিবর্তন হবে না। এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। এ সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিক সুজাত, ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন, ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ সেলিনা আহমেদ সহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...