জানুয়ারি ৫, ২০২৫

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জঙ্গিগোষ্ঠীর প্রধান পৃষ্ঠপোষক বলে দাবী করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনিএ দাবি করেন।

তিনি বলেন, জঙ্গিগোষ্ঠীকে কোনো বিদেশিরা সমর্থন দেয় না। কেউ-ই বিএনপিকে সমর্থন দেবে না।

তথ্যমন্ত্রী আরো বলেন, মার্কিন দূতাবাসের প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খারাপ মানুষ বলা হয়েছে।

তিনি আরও বলেছেন, বিএনপি নেতারা আহত হওয়ার নাটক করছে। তাই তাদের কেউ সমর্থন করছে না। আর বিএনপি প্রতিহিংসার রাজনীতি করছে। শোকের মাসে কেক কাটার রাজনীতি করে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...