নভেম্বর ১৫, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারী বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ারের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় ডিজিটাল (ভার্চ্যুয়াল) প্লাটফর্মে এই এজিএমে ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরের (জুলাই-জুন) কোম্পানিটির নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।

এজিএমে শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে। একই সঙ্গে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির আর্থিক বিবরণী, পরিচালক এবং নিরীক্ষক প্রতিবেদন অনুমোদন হয়েছে। এ ছাড়া পরিচালক নির্বাচন, আগামী অর্থবছরের (২০২৩-২০২৪) জন্য নিরীক্ষক নিয়োগ ও তার পারিশ্রমিক নির্ধারণ এবং আগামী অর্থবছরের জন্য কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ ও তার পারিশ্রমিক নির্ধারণ এজেন্ডা অনুমোদন হয়েছে।

বারাকা গ্রুপ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করে জাতীয় উন্নয়নে অগ্রণী ভুমিকা রেখে আসছে জানিয়ে এজিএমে বারাকা পাওয়ারের চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী বলেন, কোম্পানিটি তার ব্যবসায়ীক সাফল্য, সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করছে।

কোম্পানির পরিচালক ও শেয়ারহোল্ডারদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বারাকা পাওয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফাহিম আহমদ চৌধুরী বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে কোম্পানিটির নেট সম্মিলিত এনএভিপিএস ছিল ২১ টাকা ৯৯ পয়সা। শেয়ার প্রতি আয় সম্মিলিতভাবে দাঁড়িয়েছে ৫৬ পয়সা। এজিএমের সঞ্চালনায় ছিলেন কোম্পানির সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...