জানুয়ারি ১০, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়া লিমিটেডের কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয় করার ঘোষণা দিয়েছে।

আজ বুধবার (২৪ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির কর্পোরেট পরিচালক ফিউশন হোল্ডিংসের কাছে ১ কোটি ৯৪ লাখ ৮৭ হাজার ৯৯২টি শেয়ার রয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানটি ৩ লাখ শেয়ার বিক্রি করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রি সম্পন্ন করবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...