জুন ২৯, ২০২৪

উত্তরপ্রদেশের মন্দিরের শহর বলে পরিচিত বারানসীতে জয়ী হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিকটতম প্রার্থী কংগ্রেস নেতা অজয় রায়কে দেড় লাখেরও বেশি ভোটের ব্যাবধানে পরাজিত করেছেন তিনি।

এবারের নির্বাচনে এই একটি আসন থেকেই প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন নরেন্দ্র মোদি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বারানসীতে ৬ লাখ ১২ হাজার ৯৭০ ভোট পেয়েছেন মোদি, যা ওই আসনের মোট ভোটের ৫৪ দশমিক ২৭ শতাংশ।

বারানসীতে অবশ্য ১৯৯১ সাল থেকে জয় পেয়ে আসছে বিজেপি। মাঝে ২০০৪ সালে প্রথা ভেঙে সেখানে জয়ী হয়েছিল কংগ্রেস। তারপর ২০০৯ সাল থেকে ফের সেই আসন গেছে বিজেপির দখলে।

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট থেকে উঠে আসা নরেন্দ্র মোদি ২০১৪ সালের আগ পর্যন্ত নিজ রাজ্যে নির্বাচনী প্রার্থী হতেন। ২০১৪ সালের নির্বাচনে প্রথমবারের মতো বারানসীতে প্রার্থী হন তিনি এবং জয়ী হন। পরে ২০১৯ সালের নির্বাচনেও বিপুল ভোটে জয় পান তিনি।

এবার তৃতীয়বারের মতো এই আসনে জিতলেন তিনি

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *