জানুয়ারি ২২, ২০২৫

ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে ছোঁয়ার পথে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম।

গত দুই বছরের মতো এবারো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে সেরা ক্রিকেটার বাবর আজম। এ নিয়ে টানা তিন বছর ওয়ানডে সেরা ক্রিকেটার হলেন বাবর।

২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিন বছর ওয়ানডে সেরা ব্যাটসম্যানের জায়গা দখল করে রাখেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

এরপর ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত টানা ৪ বছর ওয়ানডে সেরা ক্রিকেটার নির্বাচিত হন।

২০২১ থেকে ২০২৩ টানা তিন বছর ওয়ানডে সেরা ক্রিকেটার নির্বাচিত হন পাকিস্তানের সদ্য সাবেক হওয়া অধিনায়ক বাবর আজম। আগামী বছরে ওয়ানডে সেরা ব্যাটসম্যান হলেই কোহলিকে ছুঁয়ে ফেলবেন বাবর আজম।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...