জানুয়ারি ২২, ২০২৫

বান্দরবানের থানচিতে মালবাহী ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (২১ জুন) রাতে সাড়ে ৮টায় থানচি উপজেলার জীবন নগর সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ট্রাক থানচি যাওয়ার পথে জীবন নগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২ হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ট্রাকের চালক নিহত হন।

বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী জানান, আহতদের উদ্ধার কাজ চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...