ডিসেম্বর ২২, ২০২৪

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর আস্তানায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে এসব অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, ২০২০ সাল থেকে পার্বত্য জেলার পাহাড়ি সম্প্রদায়ের বম জনগোষ্ঠীর কিছু বিপথগামী যুবক কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামে একটি সশস্ত্র সংগঠন গড়ে তোলে। এদিকে তাদের সশস্ত্র কার্যক্রম বেড়ে যাওয়ায় তাদের নিমূর্লে ২০২২ সালের অক্টোবর মাস থেকে বান্দরবানে যৌথবাহিনীর অভিযান শুরু হয়।

অভিযানে এই পর্যন্ত কেএনএফের সর্বমোট ১২০ জন সদস্য ও সহযোগিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। আটককৃতদের বিরুদ্ধে বান্দরবানের বিভিন্ন উপজেলায় বেশ কয়েকটি মামলা হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...