বিজ্ঞাপন দিয়ে প্রতারণা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রক্রিয়া, মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রি করায় বাণিজ্য মেলায় পাঁচটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৯ জানুয়ারি) ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রচার ও প্রকাশক) আতিয়া সুলতানার নেতৃত্বে মেলায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রচার) মো. শাহ আলম, পরীক্ষক রিয়াদুল ইসলাম, অধিদপ্তরের কর্মচারীরা এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ টিম।