জানুয়ারি ৯, ২০২৫

দ্বিতীয় দফায় আরও ২৩ কোম্পানির শেয়ারের উপর থেকে ফ্লোরপ্রাইস তুলে নেওয়া হলেও তা নিয়ে উদ্বেগের কিছু নেই বলে মনে করেন শীর্ষ ব্রোকারহাউজগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন সিইও ফোরাম।

সিইও ফোরাম মনে করে অবশিষ্ট ১২ কোম্পানির শেয়ারের উপর থেকেও দ্রুত ফ্লোরপ্রাইস তুলে নেওয়া উচিত। তাতে সব বাজারে সমানক্ষেত্র তৈরি হবে।

মঙ্গলবার সকালে সিইও ফোরামের প্রেসিডেন্ট ও ইবিএল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছায়েদুর রহমান এ কথা জানান।

সোমবার বাজারে সব সূচকের উর্ধমুখী অবস্থানে লেনদেন শেষ হলেও মঙ্গলবার দিনের শুরুতেই সূচক ফের নিম্নমুখী হয়ে পড়ে। সোমবার আরও ২৩ কোম্পানির শেয়ারের ফ্লোরপ্রাইস প্রত্যাহারের প্রভাবে বাজারে এই নেতিবাচক প্রভাব পড়ে বলে মনে করা হচ্ছে। এর প্রেক্ষিতে সিইও ফোরামের প্রেসিডেন্ট ছায়েদুর রহমানের কাছে বাজার পরিস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, দ্বিতীয় দফায় আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোরপ্রাইস প্রত্যাহারের ঘটনার কিছুটা মনস্ত্ত্বাত্তিক প্রভাব পড়ে থাকতে পারে। তবে এটি খুবই সাময়িক। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় আছে। তাই উদ্বেগের কিছু নেই।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...