ডিসেম্বর ২৫, ২০২৪

নতুন আলু দেখে খুশি হলেও দাম বেশি হওয়ায় কিনতে পারছেন না নিম্ন আয়ের মানুষ। তবে সপ্তাহখানেক পর দাম কমে যাবে বলে জানান ব্যবসায়ীরা।

হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, বছরের প্রথম আগাম জাতের আলু বাজারে কয়েকটি দোকানে তোলা হয়েছে। ১২০ টাকা কেজি হিসাবে এসব আলু বিক্রি করছেন ব্যবসায়ীরা। পার্শ্ববর্তী পাঁচবিবির হাট থেকে ১০০ টাকা কেজি পাইকারি কিনে আনছেন তারা। দাম নাগালের মধ্যে না থাকলেও শখের বশে অনেকেই কিনছেন এই নতুন আলু।

হিলি বাজারে সবজি কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, সবজি কিনতে আসছি। আলু তো প্রায় সব তরকারিতেই খেতে হয়। পুরাতন আলু কিনতে গিয়ে দেখি নতুন আলু উঠেছে। দাম তো অনেক বেশি, তবুও শখ করে আধা কেজি ৬০ টাকা দিয়ে কিনলাম।

লুৎফর রহমান নামে এক ক্রেতা বলেন, নতুন আলুর স্বাদই আলাদা। কেবল বাজারে ওঠা শুরু হয়েছে। দাম বেশি, তবুও ১২০ টাকা দিয়ে এক কেজি কিনলাম।

হিলি বাজারে সবজি ব্যবসায়ী সোহেল রানা বলেন, আজকে প্রথম নতুন আলু দোকানে তুলেছি। পাঁচবিবি থেকে ১০০ টাকা কেজি দরে পাইকারি কিনে এনেছি। দাম বেশি হলেও অনেকেই কিনছেন। আশা করছি, এক সপ্তাহের মধ্যে দাম কমে যাবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...