ডিসেম্বর ২৩, ২০২৪

বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাব্বির মাল (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হযেছেন আরও ২ শ্রমিক। শুক্রবার (১০ মে) বিকেলে বাগেরহাট সদর উপজেলার হাড়িখালি এলাকায় নির্মাণাধীন নার্সিং কলেজের পিলারে রড বসাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

মৃত সাব্বির মাল মোরেলগঞ্জ উপজেলার হরতকি তলার সেলিম মালের ছেলে। আহতরা হলেন, একই গ্রামের ইলিয়াস হাওলাদালের ছেলে রবিন হাওলাদার (২২) ও আল আমিনের ছেলে আরমান (২৫)। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শ্রমিকরা জানায়, সাব্বির, রবিনসহ ৫-৬ জন শ্রমিক পিলারের বেজে রডের তৈরি খাঁচা বসানোর সময় অসাবধনতা বসত খাঁচা নিয়ে পড়ে যায়। এসময় ওয়েল্ডিং করা বিদ্যুতের তার রডে জড়িয়ে তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাব্বির মালকে মৃত ঘোষণা করেন। আহত দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, বিদ্যুতায়িত হয়ে একজন মারা গেছে। মৃতের মরদেহের সুরতহাল করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...