জানুয়ারি ২৭, ২০২৫

পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম টেস্ট ক্রিকেটে আরও একটি কীর্তি গড়লেন, ছুঁলেন নতুন এক মাইলফলক। বৃহস্পতিবার বক্সিং ডে টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ৪,০০০ রান স্পর্শ করেন বাবর।

সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করার সময়েই তিনি নতুন এই সাফল্য অর্জন করেন।

এদিন টেস্ট ক্যারিয়ারে ৪,০০০ রান পূর্ণ করতে বাবরের প্রয়োজন ছিল মাত্র তিনটি রান। করবিন বোশের বলে একটি বাউন্ডারি হাঁকিয়েই তিনি এই কীর্তি গড়েন।

ডানহাতি এই ব্যাটার বোশের একটি নিচু হয়ে আসা ফুল টস বলটি স্কয়ার লেগ দিয়ে বাউন্ডারি পার করে তার মাইলফলক ছোঁয়ার আনন্দ উদযাপন করেন।

এদিন অসাধারণ এই অর্জনের মাধ্যমে বাবর সেই বিশেষ খেলোয়াড়দের তালিকায় নাম লেখালেন- যারা একই সঙ্গে টেস্টে ৪,০০০ রান, ওয়ানডেতে ৫,০০০ রান এবং টি-টোয়েন্টিতে ৪,০০০ রান করেছেন।

এই তালিকায় তিনিই কেবল তৃতীয় খেলোয়াড়, যিনি ক্রিকেটের তিন ফরম্যাটেই ৪,০০০-এর বেশি রান করেছেন।

তবে দুঃখজনকভাবে এই চার রানই ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নিজের প্রথম ইনিংসের শেষ রান। ১১ বল খেলে তিনি প্যাটারসনের বলে মার্করামের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন।

এর আগে, দিনের শুরুতে দক্ষিণ আফ্রিকা টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং পিচের সুবিধা কাজে লাগিয়ে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করে। দারুণ বোলিংয়ে পাকিস্তানকে কোণঠাসা করে ফেলে স্বাগতিক বোলাররা।

যার ফলে চা বিরতির আগেই ৯ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে শান মাসুদের দল। সংগ্রহ করেছে ১৮৯ রান। দলের পক্ষে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস খেলে আউট হয়েছেন কামরান গুলাম। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৮ রান এসেছে আমের জামালের ব্যাট থেকে।

প্রোটিয়া পেসার ডেন প্যাটারসন একাই নিয়েছেন পাঁচ উইকেট। বাকি চার উইকেট নিয়েছেন আরেক পেসার করবিন বোশ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...