ডিসেম্বর ২২, ২০২৪

বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার পাশাপাশি আঞ্চলিক অগ্রগতি ও সমৃদ্ধি এবং নিরাপত্তা অর্জনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে চায় পাকিস্তান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক চিঠির জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ কথা বলেছেন। খবর জিইও নিউজ।

পাক প্রধানমন্ত্রী আরও বলেন, উভয় দেশ জ্বালানি, জলবায়ু পরিবর্তন, কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগে একসঙ্গে কাজ করছে।

ইসলামাবাদ ওয়াশিংটনের সঙ্গে তার সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় বলেও উল্লেখ করেছেন শাহবাজ শরিফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, জ্বালানি খাতে দুই দেশের সহযোগিতা এবং গ্রিন অ্যালায়েন্স ফ্রেমওয়ার্ককে স্বাগত জানানো হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছিলেন।

চিঠিতে বাইডেন যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে ‘স্থায়ী অংশীদারত্বের’ ওপর জোর দেন।

চিঠিতে তিনি লেখেন, ‘আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের দেশের মধ্যে স্থায়ী অংশীদারত্ব গুরুত্বপূর্ণ হিসেবে রয়ে গেছে। বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তানের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। ‘

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...