জানুয়ারি ২৩, ২০২৫

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে আগেই এক পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। আজ বুধবার নিজেদের শেষ ম্যাচে আশিকুর রহমান শিবলির সেঞ্চুরিতে ভর করে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে নাম লেখায় যুবারা।

দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে শ্রীলঙ্কা আগে ব্যাট করে ৯ উইকেটে ১৯৯ রান তোলে। জবাবে শিবলির অপরাজিত ১১৬ রানের ইনিংসে ভর করে ৪০.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

শিবলি আগের দুই ম্যাচে যথাক্রমে ৭১ ও ৫৫* রানের ইনিংস খেলেছিলেন। তিন ম্যাচে তার মোট রান এখন ২৪২। সর্বোচ্চ রান সংগ্রাহদের তালিকায় আছেন শীর্ষে। ১৮১ রান নিয়ে তার পেছনে আছেন পাকিস্তানের আজান আওয়াইস।

রান তাড়া করতে নেমে ১ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। শূন্যরানে ফেরেন জিশান আলম। সেখান থেকে শিবলি ও মো. রিজওয়ান মিলে ৭৪ রানের জুটি গড়েন। রিজওয়ান ২ চার ও ১ ছক্কায় ৩২ রান করে ফিরলে ভাঙে এই জুটি।

এরপর শিবলি ও আরিফুল ইসলাম তৃতীয় উইকেটে ৫৭ রান যোগ করেন দলীয় সংগ্রহে। ১৩২ রানের মাথায় আরিফুল ফিরলে ভাঙে এই জুটি। ১৮ রান করেন তিনি। এরপর চতুর্থ উইকেটে ৭০ রানের জুটি গড়েন শিবলি ও আহরার আমিন। ১৯২ রানের মাথায় আহরার ফিরেন ১ চার ও ১ ছক্কায় ২৩ রান করে। এর মধ্যে শিবলি তুলে নেন সেঞ্চুরি। ১১৯ বলে ৯টি চার ও ২ ছক্কায় তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারে পৌঁছান তিনি।

শেষ পর্যন্ত ১১টি চার ও ২ ছক্কায় ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। বল হাতে শ্রীলঙ্কার গুরুকা সংকেত ৫৬ রান দিয়ে ২টি উইকেট নেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...