ডিসেম্বর ২৩, ২০২৪

কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আনুষ্ঠানিক লোগো উন্মোচন করেছে বাংলাদেশ ও ভিয়েতনাম। সোমবার ১৩ ফেব্রুয়া‌রি পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই লোগো উন্মোচন করা হয়। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন এ লোগো উন্মোচন করেন।

দুই দেশের সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন বিনিময় করেন পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত। মাসুদ বিন মোমেন দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেন। বিশেষত দুই দেশের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। মাসুদ বিন মোমেন দুই দেশের সুবর্ণজয়ন্তীকে আরও সফল ও স্মরণীয় করে রাখতে বছরজুড়ে অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দেন।

উল্লেখ্য, কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে দুই দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও পররাষ্ট্রমন্ত্রী পৃথক পৃথক বার্তায় একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। উভয়পক্ষ আগামী দিনে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার জানিয়েছে।

উল্লেখ্য, ১৯৭৩ সালের ১১ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভিয়েতনামের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...