ডিসেম্বর ২৪, ২০২৪

বিজ রিপোর্ট

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পরিচালক এ বি এম জহুরুল হুদাকে পদোন্নতি দিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) করা হয়েছে। তাকে বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে বহাল করা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্সের পক্ষ থেকে এ তথ্য জা‌নানো হয়। জহুরুল হুদা বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে ১৯৯৩ সালে যোগ দেন।

কর্মজীবনে তিনি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), সুপারভিশন ডিপার্টমেন্ট এবং রিজার্ভ ম্যানেজমেন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...