আগস্ট ১৪, ২০২৫

বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে বসনিয়া ও হার্জেগোবিনা এবং আজারবাইজানের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। আজ সোমবার বাংলাদেশে নবনিযুক্ত বসনিয়া ও হার্জেগোবিনা এবং আজারবাইজানের রাষ্ট্রদূতগণ তাদের পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

প্রথমে বসনিয়া ও হার্জেগোবিনার নতুন রাষ্ট্রদূত হ্যারিস হারলি রাষ্ট্রপতির কাছে তার পরিচয় পত্র পেশ করেন। এরপর পরিচয় পত্র পেশ করেন আজারবাইজানের নবনিযুক্ত রাষ্ট্রদূত এলছিন হুসেইনলি।

নতুন রাষ্ট্রদূতদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন বলেন, বসনিয়া ও হার্জেগোবিনা এবং আজারবাইজানের সাথে বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক ও বহুপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী বাংলাদেশ।

এ সময় বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ শ্রমশক্তি নিয়োগের পাশাপাশি তৈরি পোশাক, ঔষধ, সিরামিক, চামড়াজাত পণ্যসহ আন্তর্জাতিক মানের বিভিন্ন পণ্য নেয়া বাড়াতে নতুন রাষ্ট্রদূতদের কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

সাক্ষাৎকালে বসনিয়া ও হার্জেগোবিনার নতুন রাষ্ট্রদূত ১৯৯২ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তার দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা করেন।

বাংলাদেশের উন্নয়ন সম্ভাবনা তুলে ধরে আজারবাইজানের নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নে তিনি কাজ করবেন ।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...