জানুয়ারি ২৭, ২০২৫

বছরের শেষটা দারুণ হয়েছে বাংলাদেশের। ওয়ানডে ও টেস্টে সিরিজ জিততে না পারার আক্ষেপ টি-টোয়েন্টিতে মিটিয়েছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই এমন পারফরম্যান্সের প্রভাব পড়েছে ক্রিকেটারদের র‌্যাঙ্কিংয়ে। আইসিসির হালনাগাদকৃত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে ৫ ক্রিকেটারের।

গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) আইসিসির হালগাদ র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় সুখবর পেয়েছেন অলরাউন্ডার শেখ মেহেদী। তিন ম্যাচে দারুণ বোলিং করেন তিনি। সিরিজসেরা হওয়া এই ক্রিকেটার প্রথমবারের মতো বোলারদের র‌্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন। ১৩ ধাপ এগিয়ে এখন তার অবস্থান দশে। এই সিরিজে তিন ম্যাচে মাত্র ৫.৭৫ গড় ও ওভারপ্রতি ৪.১৮ রান খরচ করে ৮ উইকেট নেন মেহেদী।

মেহেদীর পাশাপাশি পেসার তাসকিন আহমেদও বেশ এগিয়েছেন। ১৩ ধাপ এগিয়ে তার অবস্থান এগারোতে। রেটিং ৬৩০। ক্যারিবীয়দের বিপক্ষে ৩ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট। তাসকিনের মতো লেগ স্পিনার রিশাদ হোসেনও তিন ম্যাচে নেন ৬ উইকেট। এতে ২১ ধাপ লাফ দিয়েছেন তিনি। ৬২১ রেটিং পয়েন্ট নিয়ে রিশাদের অবস্থান ১৭ নম্বরে।

শুধু এই তিনজন নয় প্রথম টি-টোয়েন্টিতে দলের অন্যতম নায়ক হাসান মাহমুদ সিরিজে ৪ উইকেট নিয়ে এগিয়েছেন ২৩ ধাপ, তিনি আছেন ২১ নম্বরে। ১৬ ধাপ উত্তরণ হয়েছে তানজিমের, এই ডানহাতি পেসারের অবস্থান ৪৫ নম্বরে। ৭ ধাপ পিছিয়ে গেছেন পেসার মুস্তাফিজুর রহমান। তিনি এখন অবস্থান করছেন ২৬ নম্বরে।

১১ ধাপ এগিয়ে ১৩তম অবস্থানে আছে ক্যারিবীয় পেসার রোস্টন চেজ। তার রেটিং ৬২৫। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দুইধাপ পিছিয়েছেন তাওহিদ হৃদয়। ৫৭৩ রেটিং নিয়ে ৩১ নম্বরে আছেন এই ডানহাতি ব্যাটার। র‌্যাঙ্কিংয়ে সবার ওপরে আছেন অসি ব্যাটার ট্রাভিস হেড। ৮৫৫ রেটিং নিয়ে সবার ওপরে অবস্থান তার।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...