ডিসেম্বর ২৩, ২০২৪

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, ‘দেশে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে। কিছু দিন আগেও আমাদের বিদ্যুৎ পরিস্থিতি এতটা ভালো ছিল না।’

সোমবার (১৭ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘গরম বেশি পড়লে সঞ্চালন লাইনে ব্যবহৃত তার গরম হয়ে যায়। এতে ঝুঁকি বাড়ে। সাম্প্রতিক অগ্নিকাণ্ডের জন্য এটাও কারণ হতে পারে।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘রাজনৈতিক বিরোধ যদি দেশের ক্রান্তিকালেও থাকে, তাহলে বুঝতে হবে উদ্দেশ্য ভালো না। চলমান চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। উন্নয়নশীল দেশে যে সংকট, তা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলাফল।’

ড. তৌফিক-ই-ইলাহী বলেন, ‘বর্তমানে যে পরিমাণ এলএনজি আমদানি হচ্ছে, তাতে বিদ্যুতের ঘাটতি হওয়ার কথা নয়। শত প্রতিবন্ধকতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অপরদিকে পাকিস্তানের রাজনৈতিক অর্থনৈতিক কোনো সমস্যারই সমাধান এখনও হয়নি। বাংলাদেশকে শোষণ করে গড়ে ওঠা পাকিস্তান এখন সবদিক থেকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...