বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নয়ন-অগ্রগতি করেছে তাতে এই সরকারের ধারাবাহিকতা দেখতে পারাটা চমৎকার হবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান এন্ড্রু গারবারিনো।
একটি মতবিনিময় সভায় তিনি বলেছেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ যে কৃতিত্ব দেখিয়েছে তা অনুকরণীয়। আর বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। তবে তার জন্য প্রয়োজন শক্তিশালী গণতন্ত্র বজায় রাখা।
এন্ড্রু গারবারিনো ডেমোক্রেট প্রধান নিউইয়র্কের রিপাবলিকান কংগ্রেসম্যান। একদিন আগেই বাংলাদেশ ককাসের সদস্য হয়েছেন অভিজ্ঞ এই রাজনীতিবিদ।
পরেরদিন শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত একটি মতবিনিময় সভায় যোগ দেন তিনি। সভার প্রায় পুরোটা জুড়ে থাকে বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গ।
কংগ্রেসম্যান বলেন, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে উন্নতি করেছে, তাতে এই সরকারের ধারাবাহিকতা দেখাটা হবে চমৎকার।
জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, এই ধারা বজায় রাখতে হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ থেকে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলে আসছেন। এর আগে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ছিলেন প্রধানমন্ত্রীর দায়িত্বে। আগামী নির্বাচনে সামনে রেখে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার জরিপে দেখা যাচ্ছে, শেখ হাসিনার জনপ্রিয়তা আগের থেকে আরও বেড়েছে।
যুক্তরাষ্ট্রের এই আইন প্রণেতা বলেন, বর্তমান সরকারের সময়ে জঙ্গি ও সন্ত্রাস দমনে বাংলাদেশ যে কৃতিত্ব দেখিয়েছে, তা অনুকরণীয়। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র।
জানুয়ারিতে হতে যাওয়ার বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমেরিকার বর্তমান সরকারের নীতির বিষয়ে খোঁজ নেয়ার কথাও জানান তিনি।
আলোচনায় রোহিঙ্গা ইস্যু নিয়েও কথা বলেন এই কংগ্রেসম্যান।
এসময় বাংলাদেশি কমিউনিটির পক্ষে মোরশেদ আলম, সৈয়দ মোহাম্মদ উল্লাহ সহ অন্যরা বক্তব্য রাখেন।