সেপ্টেম্বর ১৭, ২০২৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বসুন্ধরা কিংসের ৫ ফুটবলার অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে। খেলোয়াড় হচ্ছেন, আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, তপু বর্মন, তৌহিদুল আলম সবুজ ও রিমন হোসেন। তালিকার অন্য দুজন হচ্ছেন তৌহিদুল আলম সবুজ ও রিমন হোসেন।

এ বিষয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, ‘দলীয় শৃঙ্খলা কেউ ভঙ্গ করলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমরা এই দলীয় শৃঙ্খলার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখি। তাই গুরুত্বপূর্ণ ম্যাচ হলেও আমরা কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। এ সকল বিষয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে ভবিষ্যতে খেলোয়াড়রা সতর্ক থাকবে।’

জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর এএফসি কাপে মাজিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলে দেশে ফেরার পথে বিমানবন্দরে গুরুতর শৃঙ্খলা ভেঙেছিলেন এই ফুটবলাররা। যে কারণে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন তারা। দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ।

তবে শুধু মাঠের খেলা নয়, ক্লাবেও থাকতে পারছেন না এই ফুটবলাররা। কবে তাদের ফেরানো হবে সেই বিষয়ে কোন ধারণাও দেওয়া হয়নি বসুন্ধরার পক্ষ থেকে।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *