জানুয়ারি ২২, ২০২৫

ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, সরকার সবসময় বন্যা কবলিত মানুষের পাশে আছে এবং থাকবে। তাদের সব প্রকার সহায়তা করবে সরকার।

শনিবার (০৬ জুলাই) দুপুরে জামালপুরের ইসলামপুরে পার্থশী ইউনিয়ন পরিষদ চত্বরে ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ধর্মমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতি আরও অবনতি হলে আশ্রয় কেন্দ্রের সংখ্যা ও খাদ্য সহায়তা বাড়ানো হবে। এছাড়া, বন্যা শেষে ক্ষতিগ্রস্ত বাঁধ ও সড়কের দ্রুত সংস্কার কাজ করা হবে।

ধর্মমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা সরকার সর্বদা দেশের মানুষের জন্য কাজ করে থাকে। এ কারণে দেশের মানুষ তার ওপর আস্থা রেখে এবারও আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে উন্নয়ন হয়েছে। দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছে সরকার বলেও জানান তিনি।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট. আ. সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আ. খালেক আকন্দ, নারী ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুথী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী মোরাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা কবলিতদের মাঝে জেরিকেন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করেন।

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন...