গত মাসে বন্যায় ১১ জেলায় প্রায় শতাধিক লোকের মৃত্যুর খবর পাওয়া যায়। বন্যার কারণে কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, কক্সবাজার ও মৌলভীবাজারে সাধারণ মানুষের ব্যাপক ক্ষতি হয়।
স্মরণকালের এই ভয়াবহ বন্যায় দেশের সর্বস্তরের মানুষের পাশাপাশি উদ্ধার ও ত্রাণ বিতরণে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরে যান তরুণ গায়ক তাসরিফ খান। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন প্রক্রিয়ায় ভূমিকা রাখছেন তিনি। ফেনীতে একজন কৃষককে ঘর বানিয়ে দিয়েছেন এই সংগীতশিল্পী।
গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তাসরিফ নিজেই। তিনি জানান, বন্যায় সর্বস্ব হারানো ফেনীর পরশুরাম উপজেলার বাসিন্দা মো. জমিতার বারখুকে একটি ঘর বানিয়ে দিয়েছেন তিনি। খরচ হয়েছে এক লাখ ২৫ হাজার ৭৭৫ টাকা।
এর আগে ফেনীর বন্যায় সব হারানো কৃষক নূর করিম ভাইয়ের জন্য একটি ঘর তৈরি করে দেওয়া হয়েছে। যেটি নির্মাণে ব্যয় হয়েছে এক লাখ ২৫ হাজার ৭৭৫ টাকা। ত্রাণের টাকায় নির্মিত ঘরের ছবি প্রকাশ করে তাসরিফ খান জানান, এ রকম পাঁচটি ঘরের কাজ চলমান। বর্তমানে তৃতীয় ও চতুর্থ ঘরের কাজ চলছে।